টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিবকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ইমাম-মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক অবরোধ করে দ্রুত বিচারের দাবি তোলেন তারা।
মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন টাঙ্গাইল জেলা ইমাম-মুয়াজ্জিন পরিষদের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি রফিক আহমদ, সহ-সভাপতি নাজমুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামানসহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ।
ঘটনার পটভূমি অভিযোগ অনুযায়ী, ধনবাড়ী উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেনের নাতি লাবিব নামাজের আগে এক রাজনৈতিক নেতার জন্য দোয়া করার অনুরোধ করেন। ইমাম মাহমুদুল হাসান নামাজের পর দোয়া করার কথা বললে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
বিক্ষোভকারীরা বলেন, এ হামলা ধর্মীয় সম্মানের ওপর আঘাত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত লাবিবসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার না করা হলে জেলায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আহত ইমাম মাহমুদুল হাসান দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রশাসনিক হস্তক্ষেপ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান অভিযুক্তের দাদা আমজাদ হোসেনকে উপজেলা কৃষক দলের পদ থেকে মৌখিকভাবে বহিষ্কারের ঘোষণা দেন।
এ সময় ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম এবং ধনবাড়ী থানার ওসি শহিদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।