টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার পাঁচ গ্রাম ও ধনবাড়ী বাজার এলাকায় বসবাসকারী পরিবারগুলোর জন্য একটি সামাজিক গোরস্থান প্রতিষ্ঠার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) মাগরিবের নামাজ শেষে পৌর এলাকার কলেজপাড়ায় অবস্থিত আল নূর মাদ্রাসায় এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আমেরিকা প্রবাসী আব্দুল খালেক এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী মোহাম্মদ আলী। এসময় চালাষ, ছত্রপুর, চরভাতকুড়া, কলেজপাড়া, নিজবর্নি ও ধনবাড়ী বাজার এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেন।
মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, “আমাদের অনেক পরিবারের নিজস্ব গোরস্থান নেই, আবার থাকলেও সঠিক পরিচর্যা করা সম্ভব হয় না। তাই পাঁচ গ্রামের মানুষ ও ধনবাড়ী বাজার এলাকার বাসিন্দারা মিলে একটি সামাজিক গোরস্থান প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন, শহরের পাশে তুলনামূলক কম মূল্যের জমি থেকে তিন থেকে চার বিঘা জমি ক্রয়ের মাধ্যমে গোরস্থান প্রতিষ্ঠা করা যেতে পারে। এজন্য প্রতিটি গ্রাম থেকে পাঁচজন প্রতিনিধি নিয়ে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করে জমি নির্বাচন ও মূল্য নির্ধারণের প্রস্তাব দেন তিনি।
সভায় বক্তারা বলেন, গোরস্থান প্রতিষ্ঠা একটি মহৎ উদ্যোগ। এর জন্য সবাইকে আর্থিক সহায়তা ও সময় দিতে হবে। সামাজিক অংশগ্রহণের মাধ্যমে এ কাজ সম্পন্ন হলে ভবিষ্যৎ প্রজন্মও উপকৃত হবে।