আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান। তিনি জানান, নোবেলের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী তরুণী ঢাকার মোহাম্মদপুরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে তার পরিচয় হয়। সে সময় তিনি ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে নোবেল তাকে স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার একটি বাসায় নিয়ে যান।
এজাহারে আরও বলা হয়, বাসায় নিয়ে গিয়ে তরুণী ফিরে যেতে চাইলে নোবেল ও আরও ২-৩ জনের সহায়তায় তাকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখেন। ওই অবস্থায় মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং কক্ষে আটকে রেখে তরুণীকে ধর্ষণ করেন। সেই সময় ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে পরবর্তীতে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।
ভুক্তভোগী তরুণীর ভাষ্য, দীর্ঘদিন ধরে নোবেলের হুমকি ও নির্যাতনের মুখে তিনি বিষয়টি প্রকাশ করতে পারেননি। একাধিকবার নেশাগ্রস্ত অবস্থায় তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। সর্বশেষ, আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির সহায়তায় তাকে আবারও আটকে রেখে নির্যাতন করা হয়। সেই নির্যাতনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিনে ফেলেন।
পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সোমবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ডেমরার ওই বাসা থেকে তরুণীকে উদ্ধার করে। অভিযোগে বলা হয়েছে, গত বছরের নভেম্বর থেকে নোবেলের জিম্মায় থাকা অবস্থায় একাধিকবার তাকে ধর্ষণ করা হয়।
পরিবারের সহযোগিতায় মঙ্গলবারই থানায় মামলা করেন ওই তরুণী। মামলার ভিত্তিতে পুলিশ মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।