নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেন্যু রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে। দেশটির মধ্যাঞ্চলে চলমান আন্তঃসাম্প্রদায়িক সহিংসতার এটি সর্বশেষ ঘটনা।
পুলিশ মুখপাত্র অ্যানেন সিউয়েস ক্যাথরিন জানান, “রাজ্যের একটি এলাকায় বিপুল সংখ্যক সন্দেহভাজন মিলিশিয়া হামলা চালায়। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও ভোরে হামলাকারীরা কৃষকদের ওপর নির্বিচারে গুলি চালায়।”
তিনি বলেন, “প্রথম ধাপে গুলিতে পাঁচজন নিহত হন এবং পরে আরেকটি এলাকায় হামলায় পুলিশের পৌঁছানোর আগেই আরও ১২ জন নিহত হন।”
জমি ও সম্পদের দখল নিয়ে নাইজেরিয়ার যাযাবর গবাদিপশু পালক এবং স্থানীয় কৃষকদের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। গত দুই সপ্তাহে উত্তর-মধ্য মালভূমি অঞ্চলে এমন হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।