টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ইভেন্টটির আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এবং এলডিডিপি (প্রাণিসম্পদ অধিদপ্তর), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মমিন। প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহাম্মাদ আলী রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ এবং নাগরপুর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুল কদ্দুস।
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে গরু, মহিষ, ছাগল, ভেড়া, কবুতর, বিভিন্ন প্রজাতির পাখি ও মুরগিসহ মোট ১৫টি স্টলে নানা ধরনের প্রাণী প্রদর্শিত হয়। স্থানীয় কৃষক ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির উন্নয়ন ও সচেতনতা তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।











