নাগরপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তোয়া নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার কেদারপুর সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোয়া (১২) নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের বেটুয়াজানি গ্রামের সুরুজ মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার দুপুরে তোয়া তার দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসল শেষে দুই বান্ধবী নিরাপদে তীরে উঠতে পারলেও তোয়া পানিতে ডুবে নিখোঁজ হয়।
খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল আনুমানিক ৪টার দিকে নদী থেকে তোয়ার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় বেটুয়াজানি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











