বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এরশাদ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে তোফাজ্জল হোসেন তুহিন।
রোববার (২৭ জুলাই) বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের এবং সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দীন আহমেদ রিপনের স্বাক্ষরিত প্যাডে ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবনির্বাচিত সভাপতি এরশাদ মিয়া এবং সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন বলেন, “মানবাধিকার রক্ষায় এবং সাধারণ মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব। নাগরপুর উপজেলার প্রতিটি অসহায় ও নির্যাতিত নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন ন্যায়বিচার পায়, সেটি নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।”
তারা আরও জানান, মানবাধিকার লঙ্ঘনজনিত যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।
কমিটির অনুমোদন পাওয়ায় জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এরশাদ ও তুহিন। একইসঙ্গে তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।