নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে দোকানঘর ও বসতবাড়ী ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাকুটিয়া ইউনিয়নে এ ঘটনায় ৩ জন আহত হয়।
আহতরা হলেন, পাকুটিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ জানে আলমের বড় ভাই মো. আদম আলীর দুই ছেলে মো. রবিউল (১৫) ও রাহুল (১০) এবং চাচাতো ভাই শিপন (২৩)।
আহতদের এলাকাবাসী উদ্ধার করে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয় নিয়ে পাকুটিয়া ইউনিয়নের মো. আদম আলী নাগরপুর থানায় একটি অভিযোগ দায় করে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার পাকুটিয়া ইউনিয়নে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে দোকানঘর ও বসতবাড়ী ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে ওই এলাকার সোহেল, আশিক, এলিম , অনিকসহ আরো ৩/৪ জন মিলে।
মো. আদম আলীর দোকানে ও বসতবাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাটসহ মারপিট করে তারা।
এতে মো. আদম আলীর দুই ছেলে মো. রবিউল (১৫) ও রাহুল (১০) এবং চাচাতো ভাই শিপন (২৩) গুরুতর আহত হয়।
পরে এলাকাবাসী তাদেরকে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয় নিয়ে পাকুটিয়া ইউনিয়নের মো. আদম আলী নাগরপুর থানায় ৬ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
পূনরায় বুধবার সকালে সোহেল, আশিক, এলিম, অনিকসহ আরো ৩/৪ জন মিলে জানে আলমের পরিবারের উপর হামলা করে।
পরে গ্রাম পুলিশ জানে আলম বাদী হয়ে নাগরপুর থানায় ৯ জনের নাম উল্লেখ করে আরো একটি অভিযোগ দায়ের করে। সম্পাদনা – অলক কুমার