নাগরপুর প্রতিনিধি : লেখাপড়া শিখে স্বনির্ভর হবে। গ্রামের গরীব মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করাবে। এরকমই ইচ্ছা ছিল আতিয়ার।
কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার সেই স্বপ্ন আর সত্যি হলো না। বরং সে নিজেই মৃত্যুর কাছে হার মেনে গেল।
এরকমই একটি ঘটনা ঘটেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের ধুকুটিয়া গ্রামে।
এই গ্রামের বাসিন্দা গ্রামের আদর আলীর মেয়ে আতিয়া আক্তার (২২) মৃত্যু হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে।
স্থানীয় ইউপি সদস্য মো. হাসেম জানান, ওই শিক্ষার্থী মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে অনার্স ৪র্থ বর্ষে পড়াশোনা করতেন। পড়াশোনায় খুবই আগ্রহ ছিল মেয়েটির।
সোমবার (১৬ নভেম্বর) সকালে গরুর জন্য খড়ের পালা থেকে খড় আনতে যায়।
খড়ের পালার পাশেই বিদ্যুতের তারের সাথে একটি কাচা বাঁশ স্পর্শ থাকায় সেখানে হাত লাগতেই বিদ্যুৎ স্পৃষ্ট হন ওই শিক্ষার্থী।
এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সম্পাদনা – অলক কুমার