টাঙ্গাইলের নাগরপুরে আলোচিত সন্ত্রাসী বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিওকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকা অমিওকে শুক্রবার (১৫ আগষ্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার পুলিশ আগত গয়হাটা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, এনাম জাবির অমিওর নেতৃত্বে বেজি গ্রুপ কিশোর গ্যাং হিসাবে চাঁদাবাজি, চুরি, ছিনতাই এবং যৌন নিপীড়নসহ নানা অপরাধে জড়িত ছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তারা ছাত্র-জনতার ওপরও হামলা চালিয়েছিল এই গ্রুপের সদস্যরা। তার বিরুদ্ধে ১০৯ নং এজাহারসহ মোট ৪টি মামলা রয়েছে।নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “বেজি গ্রুপের প্রধান অমিওর গ্রেপ্তারে এই এলাকার শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।” গ্রেপ্তারের সময় অমিওর কাছ থেকে প্রয়োজনীয় প্রমাণাদি উদ্ধার করা হয়েছে। তাকে প্রয়োজনীয় পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেজি গ্রুপের তৎপরতায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। অমিওর গ্রেপ্তারের খবর পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন।