টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা বাজারে একটি পাটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। ঘটনা ঘটে গত রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে। ক্ষতিগ্রস্ত গোডাউনের মালিক নিতাই চন্দ্র ঘোষ, দৌলতপুর থানার বাসিন্দা।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। টিনসেট কাঠামোর গোডাউনের দৈর্ঘ্য ২০ ফিট ও প্রস্থ ১২ ফিট। আগুন লাগার সঙ্গে সঙ্গে গোডাউনজুড়ে পাটের বস্তা দাউদাউ করে জ্বলে ওঠে এবং চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
মালিক নিতাই চন্দ্র ঘোষ জানান,”আমার জীবনের সঞ্চিত শ্রম মুহূর্তের মধ্যে পুড়ে যাচ্ছে, দেখার জন্য মনটা ভেঙে গেছে। কেউ বুঝবে কি এই ক্ষতির ব্যথা।”
ঘটনার সময় স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানিবাহী গাড়ির মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
স্থানীয়রা জানিয়েছেন,”হঠাৎ আগুন দেখে আমরা চিৎকার শুরু করি এবং আশেপাশের মানুষদের ডেকে আনতে থাকি। আগুনের ক্ষয়রোধে সবাই মিলে চেষ্টা করি। ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা হয়নি।”
ফায়ার সার্ভিসের লিডার সিরাজ আল মাসুদ সাংবাদিকদের জানান—”ভাদ্রা বাজারের পাটের গোডাউনে আগুন লাগার খবর আমরা ৯৯৯ কলের মাধ্যমে পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং পানিবাহী গাড়ির সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করি। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। তবে স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় পনেরো লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।











