নানা আয়োজনের মধ্য দিয়ে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো “রুপা এক্সপো কৃষক সমাবেশ”। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মামুদনগর ইউনিয়নের বাঘের বাড়ি গ্রামে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কৃষকদের জন্য বল খেলা, ঝুড়িতে বল ফেলা ও লটারিসহ বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রমের আয়োজন করা হয়। এছাড়া চারটি তথ্যবহুল স্টল থেকে রোপা আমন ধানের রোগ প্রতিরোধ ও চাষ পদ্ধতি সম্পর্কিত পরামর্শ প্রদান করা হয়।
মামুদনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, রিজিওনাল সেলস ম্যানেজার ইউনুস আলী এবং সিনজেনটার নাগরপুরের পরিবেশক মনীশ শীল।
বক্তারা রুপা এক্সপ্রো ধানের উপকারিতা ও চাষের সঠিক পদ্ধতি তুলে ধরেন। সমাবেশে রুপা ধানের প্লট পরিদর্শন করা হয় এবং খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।