নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার ৬৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৬ হাজার ৩ শত ২৪ জন শিক্ষার্থীকে সরকারি নির্দেশনায় ক্রমান্বয়ে এ টিকা দেওয়া হবে।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদের হলরুমে প্রথম দিনে ২ হাজার ২ শত ৯০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।
টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান প্রমুখ। সম্পাদনা – অলক কুমার