টাঙ্গাইলের নাগরপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের “পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (PBGS)” প্রকল্প।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. কামরুল হাসান, সহকারী পরিদর্শক আবুল খায়ের মোহাম্মদ, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান এবং উপজেলা শিক্ষা অফিসার নাদির আহম্মদ।
উপজেলা শিক্ষা অফিসার নাদির আহম্মদ জানান, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত করে শ্রেষ্ঠ শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়েছে। এসএসসি-সমমান উত্তীর্ণদের ১০ হাজার টাকা ও এইচএসসি-সমমান উত্তীর্ণদের ২০ হাজার টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে আগেই প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও ইউএনও মেধাবী শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে নিজেদের ক্যারিয়ার উন্নয়নের মাধ্যমে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।