নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো মো. জহুরুল ইসলাম (৪০)।
সে উপজেলার গয়হাটা ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা মো. জব্বার মিয়ার ছেলে।
শুক্রবার রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের পালপাড়া নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
এই ঘটনায় তার বিরুদ্ধে নাগরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার এসআই আশোক ভূষক সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গয়হাটা ইউনিয়নের পালপাড়া জহুরুলের বাড়ীতে অভিযান চালায়।
তার বসত ঘর তল্লাশি করে ৪ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক ব্যবসায়ী জহুরুল পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
এসআই আশোক ভূষক সাহা বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায় জহুরুলকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত জহুরুল দীর্ঘদিন যাবত নাগরপুর, চৌহালী, দৌলতপুর ও সাটুরিয়াসহ বিভিন্ন এলাকায় বিশাল মাদকের নেটওর্য়াক গড়ে তুলেছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, গয়হাটা ইউনিয়নের পালপাড়া থেকে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জহুরুল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
নাগরপুর থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, নাগরপুরকে মাদক মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা – অলক কুমার