পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নাগরিকরা নিজেই পরিবর্তন আনার চেষ্টা না করলে কোনো দেশের পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, “উপদেষ্টা পরিষদ কিছু করতে পারবে না, নাগরিকরা নিজে পরিবর্তন না করলে পরিবর্তন আসবে না। সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে কোনো দেশের পরিবর্তন সম্ভব নয়।”
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা আরও বলেন, “পুরনোকে নিয়ম ভাবলে হবে না। সন্দেহ আর অবিশ্বাসের ভিত্তিতে পরিবর্তন সম্ভব নয়।”
নদী দূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “দূষণের একটি জায়গা নিয়ে কাজ করলে হবে না, বিস্তৃত পরিসরে কাজ করতে হবে।”
মানুষের পরিবর্তনের চেয়ে নিয়মের পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নিয়ম ঠিক থাকলেই ফলাফল আসে। আমরা সেই নিয়মগুলো ঠিক করার চেষ্টা করে যাচ্ছি।”











