নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী রব মিয়াকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে রব মিয়া তার স্ত্রীর ওপর আক্রমণ চালায়।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর আগে সুলেখার সঙ্গে বিয়ে হয় রব মিয়ার। বিগত ৭ বছর ধরে তাদের মধ্যে পারিবারিক ঝগড়া লেগে থাকতো। পুলিশের তদন্তে জানা গেছে, বুধবার রব মিয়া প্রথমে শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। পরে অচেতন হলে তাকে গলা কেটে হত্যা করেন।
এলাকাবাসী রব মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। ময়নাতদন্তের জন্য সুলেখার মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার পুলিশ জানায়, রব মিয়া স্বীকার করেছেন যে, স্ত্রী তাকে স্বামীর অধিকার দেয়নি এবং তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করছিল, যা তাদের মধ্যে ঝগড়া এবং শেষ পর্যন্ত হত্যার কারণ হয়ে দাঁড়ায়।
মামলা প্রক্রিয়াধীন রয়েছে।