ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে থাকা গুলশানের একটি ফ্ল্যাট, গ্যারেজ ও কমনস্পেস জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
এদিন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম আদালতে আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, তারিন হোসেনের নামে প্রায় ১০ কোটি ৩২ লাখ টাকার স্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে।
তদন্তে জানা যায়, গুলশানের ‘দি সেরেনিটি’ নামের একটি ১৩ তলা ভবনের ৭ম তলার একটি ফ্ল্যাট, গ্যারেজ ও কমনস্পেসসহ প্রায় ৫১৭২ বর্গফুটের সম্পদ রয়েছে তার নামে, যা নিক্সন চৌধুরী অবৈধ উপায়ে অর্জিত অর্থে কিনেছেন বলে সন্দেহ করছে দুদক।
প্রথমে এই ফ্ল্যাটটি নিক্সন চৌধুরীর প্রথম স্ত্রী মুনতারীন মুজিব চৌধুরীর নামে এলটমেন্ট করা হয় ২০১৩ সালে। পরে তার মৃত্যুর পর ফ্ল্যাটটি বর্তমান স্ত্রী তারিন হোসেনের নামে রেজিস্ট্রি করা হয়।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ব্যাংকে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এরপর ২৪ ফেব্রুয়ারি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।