আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৬ জুলাই) সকালে খুলনায় এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম নাসির উদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এসব প্রতিরোধে প্রযুক্তি বিশেষজ্ঞদের সহযোগিতায় নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে।”
প্রতিনিধিত্বমূলক অনুপাত (PR) পদ্ধতির নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে সিইসি জানান, এটি আইন ও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এখন পর্যন্ত কমিশনের কাছে এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।
তিনি আরও বলেন, “মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচন ব্যবস্থার ওপর জনআস্থা ফিরিয়ে আনাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা জনগণকে ভোটকেন্দ্রমুখী করার জন্য সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”