আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৫ নভেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা— এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, “আমি তো এমনটা দেখি না। সাধারণ মানুষের মধ্যে কেউ শঙ্কা দেখছেন বলে মনে হয় না। বিএনপিও মনে করে না যে ভোট নিয়ে কারো মনে ভয় বা শঙ্কা রয়েছে।”
তিনি জানান, “বিএনপির প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণার পর প্রয়োজনীয় অতিরিক্ত প্রস্তুতিগুলোও নেবে দল।”
ভোটারদের মনোভাব প্রসঙ্গে রিজভী বলেন, “ভোট দেওয়ার প্রতি ভোটারদের আগ্রহ বেড়েছে। তারা আনন্দমুখর পরিবেশে ভোট দিতে চান। সেই পরিবেশ বিঘ্নিত হওয়ার মতো কোনো পরিস্থিতি বর্তমানে নেই।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “রমজানের আগেই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে— যা অন্তর্বর্তী সরকারের ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেখানে সব রাজনৈতিক দল ও ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।”











