পটুয়াখালী, ১৯ মে — ভোরের আলো ফোটার আগেই পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর আকস্মিক অভিযান চালানো হয়েছে। সোমবার সকাল ৬টায় নুরাইনপুর লঞ্চঘাটে পৌঁছামাত্রই ঢাকা থেকে ছেড়ে আসা কালাইয়াগামী এম ভি ঈগল-৫ লঞ্চটি ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
লঞ্চে তল্লাশির সময় এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১০ বোতল দেশি মদ। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় কালাইয়া ইউনিয়নের বাসিন্দা হাচান ওরফে চেউয়া হাচানকে।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আগে থেকেই হাচান পুলিশের নজরদারিতে ছিলেন। জানা গেছে, তিনি রোববার রাত ১০টার দিকে চাঁদপুর থেকে ওই লঞ্চে ওঠেন।
মাদক বহনের মতো অপরাধ বেড়ে যাওয়ায় কালাইয়া-ঢাকা নৌরুট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। তারা জানিয়েছে, নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক ও অন্যান্য অপরাধ দমনে আরও কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী।
বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান যমুনা নিউজকে জানান, “গ্রেফতারকৃত হাচানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”