পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাত্র তিন দিনের মধ্যে দুইটি ডাকাতির ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ইতিমধ্যে এক জনকে গ্রেপ্তার করেছে।
গত ৮ আগস্ট রাতে দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বিএনপি নেতা আবুল হোসেনের ছেলে শাইরুল ইসলাম ও তার পরিবারের ওপর সশস্ত্র ও মুখোশধারী ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল হামলা চালায়। তারা শাইরুলকে বেঁধে নির্যাতন চালিয়ে তার ১৫ দিন বয়সী নবজাতক শিশুকে জিম্মি করে ৯ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। শাইরুল ইসলাম উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক। তিনি বলেন, “ডাকাতদল আমাকে ও নবজাতককে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার দাবি করেছিল। আমি স্থানীয়দের সহযোগিতায় প্রাণে বাঁচতে পেরেছি।”
এরপর গত ১১ আগস্ট দশমিনা সদর ইউনিয়নের পূজা খোলা এলাকায় এক প্রবাসীর বাড়িতে রাত ৩টায় ডাকাতি ঘটে। চারজন মুখোশধারী ডাকাত গ্রিল কেটে দরজা ভেঙে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে মারধর করে এবং নগদ ৫০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার ও সিসি ক্যামেরার যন্ত্রাংশ লুট করে নেয়। আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পটুয়াখালীর পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, দুই ঘটনায় মামলা করা হয়েছে এবং একটি গ্রেপ্তারি ঘটেছে। পুলিশ সীমিত জনবল নিয়ে রাতের বেলা টহল চালাচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।