রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া বিশাল আকৃতির এক বাঘাইড় মাছ ৪৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লামালতি এলাকায় জেলে কবির হোসেনের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে কবির হোসেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকার বাসিন্দা। বুধবার সকাল ১১টার দিকে পদ্মায় নৌকা নিয়ে জাল ফেলেন তিনি ও তার সঙ্গীরা। এ সময় জালে ধরা পড়ে ২৯ কেজি ওজনের বিরল প্রজাতির বাঘাইড় মাছ।
পরে মাছটি বিক্রির জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় আনা হয়। সেখান থেকে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জেলের কাছ থেকে ৪০ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।
এরপর মোবাইল ফোনের ভিডিও কলে মাছটি ঢাকার এক শৌখিন ক্রেতাকে দেখিয়ে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন তিনি। শাজাহান শেখ বলেন, ‘পদ্মার বড় মাছ অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করি। এই বাঘাইড় বিক্রি করে দুই হাজার ৯০০ টাকা লাভ হয়েছে।’
স্থানীয়রা জানান, পদ্মার এমন বিশাল বাঘাইড় খুব বেশি দেখা যায় না, তাই দামও তুলনামূলক বেশি হয়েছে।