জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় ছাত্রদল নেতা শামিম হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পিস্তলসহ ফরিদপুর জেলার সদরপুর থানার কৃষ্ণপুর গ্রামের রুবেল হোসেন (৩২) নামে এক যুবককে ধাওয়া করে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা গেছে, শামিম হোসেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। সরকার পতনের পর তিনি পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন।
ঘটনাটি ঘটে সোমবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে, যখন মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত পাঁচবিবি উপজেলা বিএনপির বিবাদমান দুই গ্রুপের একটির নেতা শামিম হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে এবং রুবেল হোসেনকে আটক করে, তার কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি বিএনপির মধ্যে বিভক্তি চলছিল, বিশেষ করে সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখার সমর্থকদের সঙ্গে ছাত্রদল নেতাদের বিরোধ ছিল। শামিম হোসেনসহ বিএনপির কয়েকজন নেতাকে নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল, যার কারণে এই ঘটনার সূত্রপাত হতে পারে।
পাঁচবিবি থানার কর্তব্যরত কর্মকর্তা উপ সহকারী পরিদর্শক আব্দুল মজিদ জানান, এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তবে, ছাত্রদল নেতা শামিম হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পাঁচবিবি থানার ওসি মো. মইনুল হোসেন বলেন, ‘ছাত্রনেতা শামিম হোসেন বাদি হয়ে তাকে হত্যাচেষ্টার অভিযোগে থানায় কয়েকজনকে আসামি করে এজাহার দিয়েছেন। অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।’