মাভাবিপ্রবি সেমিনারে প্রকাশ

পানি দুষণে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়াতে ভারী ধাতু প্রবেশ

'বঙ্গোপসাগর কোস্টে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়াতে ভারী ধাতুর মাত্রা এবং স্বাস্থ্য ঝুঁকিতে এর প্রভাব' বিষয়ক সেমিনার
‘বঙ্গোপসাগর সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়াতে ভারী ধাতুর মাত্রা এবং স্বাস্থ্য ঝুঁকিতে এর প্রভাব’ বিষয়ক সেমিনার

মাভাবিপ্রবি প্রতিনিধি : সেমিনারে গবেষকগণ বলেন, বিশ্বে পরিবেশগত দুষণে সমুদ্রের পানিতেও দুষণ দেখা দিয়েছে।

সামুদ্রিক দুষণে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়াতে ভারী ধাতু প্রবেশ করছে।

মাছ, চিংড়ি ও কাঁকড়ার শরীরে গ্রীষ্মকাল (ফেব্রুয়ারি-মে); বর্ষাকাল (জুন-সেপ্টেম্বর) ও শীতকালে (অক্টোবর-জানুয়ারি) ভারী ধাতু (ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, লেড ও জিংক) এর মাত্রা পরীক্ষা করা হয়।

বর্তমানে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়ার শরীরে ভারী ধাতুর উপস্থিতির মাত্রা মানব শরীরের জন্য স্বাস্থ্য ঝুঁকি কম; তবে দুষণের মাত্রা বৃদ্ধি পেলে ভারী ধাতুর উপস্থিতির মাত্রা বৃদ্ধি পেতে পারে।

আরো পড়ুন – টাঙ্গাইলে ৪০ বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে মাছ শিকার প্রতিযোগিতা

এর থেকে পরিত্রাণ পেতে হলে সচেতনতা ও উচ্চতর গবেষণার প্রয়োজন রয়েছে।

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইজের অধীনে ‘বঙ্গোপসাগর কোস্টে বিভিন্ন সময়ে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়াতে ভারী ধাতুর মাত্রা এবং স্বাস্থ্য ঝুঁকিতে এর প্রভাব’ প্রজেক্টে এই সব তথ্য উপস্থাপন করা হয়েছে।

শনিবার (২৯ জুন) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ট্রেজারারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. উমর ফারুক ও এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ।

গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান গবেষক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।

আরো পড়ুন – বাসাইলে সরকারি জমি থেকে আ.লীগ নেতাকে উচ্ছেদ

রিভিউয়ার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আসলাম আলী ও কক্সবাজার বিএফআরই এর সাবেক সিএসও ড. এম. এনামুল হক।

সেশনের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক।