পাবনা শহরের এক পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে লাইব্রেরি বাজার এলাকার কলাবাগান কলোনীর ‘মিঠুর পুকুর’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় কয়েকজন গৃহবধূ ময়লা ফেলতে গিয়ে পুকুরে চিত হয়ে ভাসতে থাকা মরদেহটি দেখতে পান। তাদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয় এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।
পরে পাবনা সদর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, দুই-তিন দিন আগেই যুবকের মৃত্যু হয়েছে।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, “পুকুরে মরদেহটি ভাসমান অবস্থায় ছিল। গায়ে আঘাতের চিহ্ন নেই। আপাতত এটি অপমৃত্যু হিসেবে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।”