চট্টগ্রামের মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকার মেলখুম গিরিপথে ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) বিকেলে মেলখুম গিরিপথ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২২) এবং ঢাকার যাত্রাবাড়ীর ধুনিয়ালাপাড়া এলাকার মো. ইব্রাহিম হৃদয় (২২)। দুজনেই ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন মো. মিরাজ, রায়হান ও সায়েম।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মেলখুম ট্রেইলে ঘুরতে যান। পরে স্থানীয় আরও দুই তরুণ তাদের সঙ্গে যোগ দেন। সেদিন রাত থেকে তারা নিখোঁজ ছিলেন। পরে বন্ধু ও স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
বুধবার বিকেলে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সায়েম জানান, প্রথমে হৃদয় পা পিছলে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে গালিবও পানির স্রোতে তলিয়ে যান। এরপর সারারাত খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. রাজু সিংহ বলেন, তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, খবর পেয়ে তারা উদ্ধার অভিযানে অংশ নেন। দুইজনের মরদেহ উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বুধবার রাতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে জানাজা শেষে নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।