গোপালপুরে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের সুতী গোরস্থান কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. আইনি ভিত্তিসহ জুলাই সনদ বাস্তবায়ন,
২. জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু,
৩. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি,
৪. গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন,
৫. গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ুন কবির। গোপালপুর উপজেলা আমির হাবিবুর রহমান তালুকদারের নেতৃত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ আতাউর রহমান।
উপজেলা সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।