পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫০) নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এ হাজিরা দিয়ে ফেরার পথে এ হামলার শিকার হন।
নিহতের পরিচয় নিশ্চিত করে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “নিহত মামুন ইমন গ্রুপের শীর্ষ সন্ত্রাসী। ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে এবং তদন্ত চলমান রয়েছে।”
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আদালতে হাজিরা শেষে বের হওয়ার পর দুর্বৃত্তরা তাকে খুব কাছ থেকে একাধিক গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, মামুন অভিনেতা সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাঈদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন।
তবে নিহতের স্বজনদের ভিন্ন দাবি। মামুনের খালাতো ভাই হাফিজ বলেন, “তিনি সাধারণ মানুষ ছিলেন। কারা কেন তাকে হত্যা করলো, আমরা কিছুই জানি না। তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।”
কোতোয়ালি থানার ট্রাফিক ইন্সপেক্টর নাসির উদ্দিন জানান, “গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি একজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।











