পৌরসভায় ৫ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স প্রদানের নির্দেশনা

পৌরসভায় ৫ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স প্রদানের নির্দেশনা
পৌরসভায় ৫ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স প্রদানের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : পৌরসভাসমূহ কর্তৃক ৫ (পাঁচ) বছর মেয়াদে ট্রেড লাইসেন্স ও নবায়ন এর পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা।

গত বছরের ৩০ মার্চ স্থানীয় সরকার বিভাগ এর উপ-সচির মো. আব্দুর রহমান পরিপত্রটি জারি করেন।

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নীতকরণের লক্ষ্যে পৌরসভা আদর্শ কর তফসিল, ২০১৪ (সর্বশেষ সংশোধনীসহ) অনুযায়ী পৌরসভাসমূহের অধিক্ষেত্রে পেশা, ব্যবসা-বাণিজ্য, জীবিকা-বৃত্তি, প্রতিষ্ঠান ইত্যাদির ওপর বাৎসরিক কর/ফি এর বিদ্যমান হার অনুযায়ী সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের কর/ ফি আদায়ে ৫ (পাঁচ) বছর মেয়াদী ট্রেড লাইসেন্স প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরো পড়ুন – জাল সনদে চাকুরি নেয়া শিক্ষকের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ

ট্রেড লাইসেন্স ইস্যুর পরবর্তী বছরে কর/ফি এর হারের কোন পরিবর্তন হলে, তা পরবর্তী ট্রেড লাইসেন্স নবায়নের সময়ে সমন্বয় করা যাবে।