ইউরোপের উচ্চশিক্ষা বিষয়ক মর্যাদাপূর্ণ বৃত্তি কর্মসূচি ইরাসমুস মুন্ডুস-এর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ও সাধারণ সভা শেষ হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে ইউরোপে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সম্মেলনের আয়োজন করে ইরাসমুস মুন্ডুস অ্যাসোসিয়েশন (ইএমএ)—যা এই প্রোগ্রামের সাবেক শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে সংগঠনটির ১৬ হাজারেরও বেশি সদস্য এবং ৪০০-এর বেশি কার্যক্রম রয়েছে বিশ্বজুড়ে।
এ বছর ইএমএ’র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি শিক্ষাবিদ ড. আশিকুর রহমান, যিনি এর আগে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। কালের কণ্ঠকে তিনি বলেন,
“গত দুই দশকে ১৪ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ইরাসমুস বৃত্তির মাধ্যমে ইউরোপে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এই কার্যক্রম সম্প্রসারণে ইউজিসি’র সঙ্গে যৌথভাবে কাজ চলছে।”
সম্মেলনে অংশ নেওয়া শিক্ষার্থী রেশমা হক বলেন,
“নারী শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও ইরাসমুস সত্যিই এক আশীর্বাদ।”
বেলজিয়ামে মাস্টার্স শেষ করে ব্রাসেলসের একটি থিংক ট্যাংকে কর্মরত ফাহমিদা হক মজুমদার বলেন,
“এই বৃত্তি শুধু শিক্ষাই নয়, পেশাগত উন্নয়নের ক্ষেত্রেও বিশাল ভূমিকা রাখে।”
ইএমএ নিউজলেটার সম্পাদক মাহমুদুল হক মৃদুল, বর্তমানে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় পিএইচডি করছেন, তিনি বলেন,
“ইরাসমুস আমাকে বৈশ্বিক পরিসরে নিজেকে গড়ে তুলতে সাহায্য করেছে। এখানে কোনো বৈষম্যের জায়গা নেই।”
১৭ মে শেষ হওয়া এ সম্মেলনের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন প্যারিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি কাজী এহসানুল হক, নেপালের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি।