পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘বায়ান’ এবার ঢাকায় কনসার্ট করতে আসছে। এটাই তাদের প্রথম বাংলাদেশ সফর। ‘বায়ান লাইভ ইন ঢাকা: দ্য সফর ট্যুর’ শিরোনামের এ কনসার্ট ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ দেখা গেছে।
আগামী ২৬ মে রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। বিষয়টি সোমবার (১৯ মে) দুপুরে নিশ্চিত করেছেন কনসার্টটির জনসংযোগ প্রতিষ্ঠান জারকোনিয়ামের প্রতিনিধি রাইসা আক্তার রিদিকা।
এই কনসার্টে আরও পারফর্ম করবেন অ্যাঞ্জেল নূর আরিয়ান চৌধুরী। আয়োজনে রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আদিসা।
উল্লেখ্য, এর আগে পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদ ঢাকায় কনসার্ট করতে এসেও শেষ মুহূর্তে নিরাপত্তার কারণ দেখিয়ে তা স্থগিত হয়। তবে আয়োজকরা জানিয়েছেন, এবার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং কনসার্ট নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে।