টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা মহিলা দলের আয়োজনে শহরের বেবিস্ট্যান্ড এলাকায় এই মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ ইকবাল।
সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন। এতে আরো বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেলসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে শক্ত নেতৃত্বের বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে এবং এ লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা জনগণের সামনে তুলে ধরতে হবে। তারা অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে, যা প্রতিহত করতে হবে। পাশাপাশি তারা টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা এমন কাউকেই এই আসনে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি জানান।
মতবিনিময় সভায় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ফরহাদ ইকবালের প্রতি সমর্থন ব্যক্ত করেন।











