ফেনীতে নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন।
রোববার (১৩ জুলাই) সরেজমিনে দেখা গেছে, ফুলগাজী উপজেলার বেশিরভাগ এলাকায় পানি নেমে গেছে। তবে মুন্সিরহাট, দরবারপুর ও আনন্দপুর ইউনিয়নের অনেক বাড়িঘর এখনও পানিতে তলিয়ে রয়েছে।
এদিকে নোয়াপুর গ্রামের সিলোনিয়া নদীর ভাঙা অংশ দিয়ে এখনও লোকালয়ে পানি ঢুকছে। ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার প্লাবিত গ্রামগুলো থেকেও ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে।
পরশুরাম উপজেলায় অধিকাংশ বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে। স্থানীয়রা জানান, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, যা কাটিয়ে উঠতে সময় লাগবে।