বগুড়ার গাবতলী উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম মতিন (৬০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্ত্রীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ মে) বিকেল সোয়া ৫টার দিকে গাবতলীর চকবোচাই বাজারের কাছে শাহ সুলতান ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম মতিন গাবতলী উপজেলা সদরের পশ্চিমপাড়ার বাসিন্দা।
আহতরা হলেন—রুবি ইসলাম (৫৫), টিপু সুলতান (৪৫) ও আলমগীর হোসেন আলম (৪২)। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গাবতলী থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।