বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির (জাপা) অস্থায়ী কার্যালয়ে শনিবার (৩১ মে) রাতের সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নগরীর ফকিরবাড়ি রোডে অবস্থিত কার্যালয়ে একদল যুবক ঢুকে চেয়ার, টেবিল, আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলে। পাশাপাশি দলীয় ব্যানার ও সাইনবোর্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিকেলে জাপার নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। সদর রোডে যাওয়ার পথে তাদের সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষ হয়, যার ফলে কয়েকজন আহত হয়। পরে রাতের দিকে কিছু যুবক এসে বরিশাল জাপা কার্যালয়ে ভাঙচুর চালায়।
আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ মে রংপুরে জাপার চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা চালানো হয় এবং তার বাসার সামনে থাকা মোটরসাইকেল আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। হামলার সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।