বরিশাল নগরীর সিএন্ডবি রোডে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১২ মে) সন্ধ্যায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালুশাহ সড়কের মাহবুব হোসেন (৫০) ও সাকুলার রোডের ইমরান হোসেন (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএন্ডবি সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ৮টার দিকে মারা যান ইমরান হোসেনও।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।