ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী পূর্বপাড়া রফিক মোল্যার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে বসত ঘর ও একটি রান্নাঘর আগুনে পুড়ে যায়। এসময় রফিকের বৃদ্ধা মা মোসা: জবেদা খাতুন (৮৭) ঘরে নামাজরত অবস্থায় পুড়ে মারা গেছেন।
পরে ৯৯৯-এ ফোন পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা বলে জানা যায়।
ক্ষতিগ্রস্থ রফিক মাঝকান্দি পূর্বপাড়ার মৃত জলিল মোল্যার ছেলে। অগ্নিকাণ্ডে রফিকের প্রায় ২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম বলেন, খবর পেয়ে আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। এর আগেই একটি বসত ঘরের তিনটি রুম, ঘরে থাকা মালামাল ও একটি রান্না ঘর আগুনে পুড়ে যায়। বৃদ্ধা মোসা: জবেদা বেগম নামাজরত ছিলেন। বাড়িতে অন্য লোক না থাকায় আগুনের বিষয়টা বুঝতে পারেননি তিনি, তিনি কিছু বুঝে ওঠার আগেই আগুনে পুড়ে মারা যান।
এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডে ঘরে থাকা অবস্থায় জবেদা খাতুন (৮৭) নামে একজন বৃদ্ধা মহিলা মারা গেছেন। আমরা তদন্ত করছি।