শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের জন্য ত্রাণ, জরুরি চিকিৎসাসামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ‘বানৌজা সমুদ্র অভিযান’ জাহাজটি ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে প্রায় ১২০ মেট্রিক টন ত্রাণ নিয়ে মায়ানমারের উদ্দেশে যাত্রা শুরু করে।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ত্রাণ প্রেরণের কার্যক্রম পরিদর্শন করেন এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা দেন। আশা করা হচ্ছে, জাহাজটি আগামী শুক্রবার (১১ এপ্রিল) মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে এবং সেখানে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী মায়ানমার সরকারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে।
ত্রাণে রয়েছে ৭৭ মেট্রিক টন শুকনা খাবার, ৯ টন তাঁবু, ২৯ মেট্রিক টন বিশুদ্ধ খাবার পানি, ৪ মেট্রিক টন হাইজিন কিট এবং ১ টন ওষুধ। বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এই সহায়তা মায়ানমারের জনগণের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।
এটি মায়ানমারের জন্য বাংলাদেশের পরবর্তী মানবিক সহায়তার উদ্যোগ, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে।