বাংলাদেশে এক হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণে সহায়তা করবে চীন। এ লক্ষ্যে হাসপাতাল নির্মাণের জন্য জমি খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। হাসপাতাল নির্মাণের জন্য ঢাকা, চট্টগ্রাম ও উত্তরবঙ্গে সম্ভাব্য জায়গা দেখা হচ্ছে। নীলফামারীও একটি বিকল্প স্থান হিসেবে বিবেচনায় রয়েছে।
সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সম্পর্কেও বিস্তারিত তথ্য দেন উপদেষ্টা। তিনি জানান, সেদিনের ঘটনায় এক চোখ হারিয়েছেন ৪৫০ জন এবং দুই চোখ হারিয়েছেন ২১ জন। তাদের মধ্যে ৪০ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আর আহত বাসেত খান মূসার চিকিৎসায় ইতোমধ্যে সাড়ে ৬ কোটি টাকা ব্যয় হয়েছে।
উপদেষ্টা আরও জানান, আহতদের জন্য বিদেশ থেকে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে। আহতদের আজীবন ফ্রি চিকিৎসা ও স্বাস্থ্য কার্ড দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।