বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহতকরণ ও সংস্কার প্রক্রিয়ায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইইউ উইংয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধার সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এবং সেটি ছিল অত্যন্ত ইতিবাচক।”
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার ইউরোপ সফরের বিষয়েও কাজ করছে ইইউ। এই সফর অনুষ্ঠিত হলে বাংলাদেশ ও ইইউর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।