বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মশাল মিছিল করেছে। এ ছাড়া উপজেলা সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে ভোরে সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার আসামি রফিক আলম (৪৩) ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ার ছেলে।
জানা গেছে, লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের ডাকা লকডাউনের সমর্থনে হারগাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক মেম্বার কুতুব উদ্দিন। মিছিলে ২০-২৫ জন লোক অংশ নেন এবং প্রত্যেকের হাতে একটি করে মশাল ছিল। তারা নানা ধরনের স্লোগান দেন।
এরপর সকাল থেকে লামা বাজারে বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা যৌথ মিছিলের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ঠাঁই নাই ঠাঁই নাই, মুজিব লীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’ স্লোগান দেন।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, “এসব ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে।”











