বিনোদন ডেস্ক : উপমহাদেশের সর্বকণিষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক “রিয়াজুল রিজু”। প্রথম ছবিতেই বাজিমাৎ।
প্রথম ছবি ‘বাপজানের বায়স্কোপ’ দিয়েই তরুণ এই নির্মাতা রিয়াজুল রিজু একসঙ্গে ঘরে তুললেন ৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এরপর কেটে গেছে সাত সাতটি বছর।
সাত বছর পর রিজু জানালেন তার দ্বিতীয় চলচ্চিত্রের কাজ প্রায় শেষ; নাম “প্রেমের কবিতা”। নেত্রকোনার বিরিশিরির মনোরম লোকেশনে ছবিটির শুটিং শেষ করছেন এরই মধ্যে।
রিজু বলেন, ‘গ্রামাঞ্চলের একটা ঐতিহ্য আছে কোনও খেলা নিয়ে প্রতিযোগিতায় উপহার হিসেবে ছাগল রাখা হয়।
খেলা শেষে জয়ী এবং পরাজিত দলের সদস্যরা মিলে সেটি জবাই করে খায়। একটা উৎসবের আমেজ থাকে।
সেই ঐতিহ্যকে তুলে ধরে একটা প্রেমের গল্প নিয়ে সিনেমাটি তৈরি করছি। দর্শক যখন সিনেমাটি দেখবেন, আনন্দ পাবেন বলেই বিশ্বাস করছি।’
তিনি আরও জানান, এবছর ৭ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার বিরিশিরিতে ‘প্রেমের কবিতা’ সিনেমাটির শুটিং শুরু করেছিলেন । ১৮ ফেব্রুয়ারি শেষ হয় শুটিং। পরিকল্পনা, বছর শেষে মুক্তি দেওয়ার।
এতে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন নাইরুজ সিফাত। তিনি বলেন, ‘সিনেমার গল্প, চরিত্র, শুটিং লোকেশন- সব মিলে দারুণ কেটেছে। আশা রাখি সিনেমাটি আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকবে।’
সিনেমাটিতে আরও অভিনয় করছেন সাঈদ বাবু, আবু হেনা রনি, ফারদিন, আঁখি, হান্নান শেলী, রাশেদা রাখি, অনন্ত মাহফুজ, রকি, মেহেদী আকাশ, বিশাল বসির, বৃষ্টি, ইসমাইল হোসেনসহ অনেকে।
‘প্রেমের কবিতা’র কাহিনি, সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। গান লিখেছেন জাকির হোসেন রাজু ও অনুরুপ আইচ। সম্পাদনা – অলক কুমার