বরিশালের বাবুগঞ্জে ১৯৭৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধাদের’ মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চেক হস্তান্তর করা হয়।
এবার ‘সি’ ক্যাটাগরিভুক্ত সদর উপজেলার ২১ জন আহত যোদ্ধার মাঝে মোট ২১ লাখ টাকার অনুদান তুলে দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ।
চেক বিতরণকালে ইউএনও বলেন, “এই অনুদান শুধু অর্থ নয়, এটি আপনাদের প্রতি জাতির শ্রদ্ধার প্রতীক। জুলাই যোদ্ধাদের সাহসিকতা আমাদের প্রশাসনিক দায়িত্ব পালনে অনুপ্রেরণা দেয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বাবুগঞ্জ থানার ওসি মো. জহিরুল আলম, এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির শিকদার, স্থানীয় রাজনৈতিক নেতা ও সাংবাদিকবৃন্দ।