টাঙ্গাইলের বাসাইলে শীতের কষ্ট লাগবের জন্য কনকনে শীত উপেক্ষা করে রাতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে শীতার্ত, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তিনি বাসাইল পৌরসভার পক্ষ থেকে এসব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে বাসাইল পৌরসভার উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, বাসাইল বাসস্ট্যান্ডসহ পৌর এলাকার বাসিন্দা ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ নেয়ামত উল্ল্যা নিজে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করেন। হাতে কম্বল দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষগুলো আবেগে আপ্লুত হয়ে উঠেন। এরআগে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মো. শাহরুখ খান বেশ কিছু কম্বল বিতরণ করেন। এ পর্যন্ত ৪৭৭টি কম্বল বিতরণ করেছে পৌর কর্তৃপক্ষ। এসময় বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।