বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বিষধর সাপের কামড়ে তায়্যিবা আক্তার (২১) নামে এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের “চেয়ারম্যান মামুন-অর-রশীদ খান” সাপের কামড়ে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
তায়্যিবা আক্তার ওই এলাকার ব্যবসায়ী বুলবুল খানের স্ত্রী। বুলবুল-তায়্যিবা দম্পতির ১১ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তায়্যিবা সকালের খাবার তৈরি করতে রান্না ঘরে যায়।
এ সময় চুলায় আগুন জ্বালানোর জন্য পাশে থাকা লাকড়ির স্তুপে থেকে লাকড়ি টান দিলে সেখানে থাকা একটি সাপ তাকে কামড় দেয়।
বিষয়টি বাড়ির সদস্যদের জানালে স্থানীয় কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁক দিতে থাকলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
পরে দুপুর ১২টার দিকে তাকে সখীপুর উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।