নিজস্ব প্রতিবেদক : বিনা খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে প্রচারণা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে টাঙ্গাইলের বাসাইলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা লিগ্যাল এইড ও লাইট হাউসের উদ্যোগে ‘সরকারি আইনগত সহায়তা গ্রহণে সচেতনতাই একমাত্র উপায়’ এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিপক্ষ দল তাদের যুক্তিতর্কের মাধ্যমে বিজয়ী হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক আফরোজা আক্তার, আরিফা আক্তার, আব্দুল কাদের মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে প্রকল্প)-এর প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুল আলম মামুন ও বাসাইল-সখীপুরের ইউসি ফেরদৌস আলম।