বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-তে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া সতর্কবার্তা দিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয়ে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “যে কোনো প্রতিষ্ঠানে একজন দুর্নীতিগ্রস্ত সদস্যের কারণে পুরো প্রতিষ্ঠান ও এর কর্মকর্তা-কর্মচারীরা কলঙ্কিত হয়। তাই দুর্নীতি প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সন্তানদের মধ্যে বৃত্তি পাওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।