সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন নিহতের ঘটনায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—এনায়েতপুর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল মীর (৫৫) এবং থানা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম (৪৭)। জামালকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার দুপুরে, আর জহুরুলকে সোমবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে ধরে র্যাব।
এই হত্যা মামলায় এজাহারভুক্ত ২৮ জনসহ অজ্ঞাতনামা ৮০-৯০ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। নিহত কবির হোসেন ছিলেন ছাত্রদলের সাবেক নেতা এবং মঞ্জুর কাদের সমর্থিত গ্রুপের কর্মী। সংঘর্ষের সূত্রপাত হয়েছিল ১৮ মার্চ ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে।
ঘটনার জেরে জেলা বিএনপি, অভিযুক্তদের বিভিন্ন সাংগঠনিক পদ স্থগিত করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।











