বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরও সাত দিন বৃদ্ধি করেছে সরকার। নতুন করে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুযায়ী কমিশন আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তদন্ত কার্যক্রম চালাতে পারবে। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্তর্বর্তী সরকার গত বছরের ২৪ ডিসেম্বর মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে এই স্বাধীন তদন্ত কমিশন গঠন করে। প্রাথমিকভাবে তিন মাসের মেয়াদ দেওয়া হলেও পরে দুই দফায় তিন মাস করে এবং সর্বশেষ দুই মাস বাড়িয়ে মোট একাধিকবার সময় বৃদ্ধি করা হয়। শেষ বর্ধিত সময়সীমা শেষ হয় ৩০ নভেম্বর।
নতুন প্রজ্ঞাপনে জানানো হয়, ১ ডিসেম্বর থেকে অতিরিক্ত সাত দিনের বর্ধিত মেয়াদ কার্যকর হবে।
কমিশনের দায়িত্বের মধ্যে রয়েছে—২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদঘাটন, হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধে জড়িতদের শনাক্ত করা, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, আলামত ধ্বংসকারী ও ইন্ধনদাতাদের খুঁজে বের করা। একই সঙ্গে দেশি-বিদেশি সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা বা গোষ্ঠীর সম্পৃক্ততাও তদন্তের আওতায় রাখা হয়েছে।
গত রবিবার স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়।











